ডেস্ক রিপোর্ট : [২] ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুতইর (কালাই কুরি) গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৯’শ গ্রাম গাঁজাসহ মোঃ আলমগীর (৪০), পিতা- মৃত খতিব উদ্দিন, সাং- কুতইর (কালাই কুরি), থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে আটক করে।
[৩] র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর এর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। উল্লেখ্য যে, আলমগীরের বিরুদ্ধে ইতোপূর্বে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় আরো ৬টি মামলা রয়েছে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।