ইসমাঈল ইমু : [২] সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে খাদ্য ও কসমেটিক পণ্য বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডি ডট কম এবং কনজ্যুমার সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার একই অপরাধে জরিমানা করা হয়। এছাড়া নিউ শপ বিডি ডট কম এর মালিক রেজওয়ান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ১০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
[৩] একই দিনে কাফরুলে আরেকটি অনলাইন শপিং সেন্টার কনজ্যুমার সুপার শপ ম্যানেজার খালেদ জামান মাসসিকে ১ লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
[৪] বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সম্পাদনা : খালিদ আহমেদ