শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩০ বছরে সারাবিশ্বে বাস্তুচ্যুত হবে ১০০ কোটি মানুষ: গবেষণা

দেবদুলাল মুন্না: [২] অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক নীতিনির্ধারণী আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এর প্রতিবেদনের বরাতে রয়টার্স গতকাল এ তথ্য জানিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধের কারণে জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে খাবার ও পানির উৎস কমে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

[৩] এ প্রতিবেদন তৈরির জন্য জাতিসংঘের ইকোলজিক্যাল থ্রেট রেজিস্ট্রারসহ বিভিন্ন সূত্রের তথ্য ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী সহিংসতা বেড়ে যাবে। একই সঙ্গে বাড়বে সম্পদের উৎস নিয়ে সংঘর্ষও। এই প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে পরিবেশ ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় তিন কোটি মানুষ।

[৪] আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলিলিয়া বলেন, এর একটি ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব থাকবে। এই প্রভাব যে শুধু উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়বে, এমনটা নয়। উন্নত দেশগুলোর ওপরও এর প্রভাব পড়বে। কারণ, এই বাস্তুচ্যুত হওয়ার কারণে শরণার্থীদের একটি বড় অংশ উন্নত দেশগুলোয় যাওয়ার চেষ্টা করবে।

[৫] সংস্থার গবেষণা অনুসারে, আগামী কয়েক দশকের মধ্যে চীন ও ভারত ও বাংলাদেশের মতো দেশগুলো চরম খাওয়ার পানির সংকটে পড়বে। এ ছাড়া পাকিস্তান, ইরান, মোজাম্বিক, কেনিয়া ও মাদাগাস্কারের মতো দেশগুলো হুমকির মুখে পড়বে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়