সাদিয়া নাসরিন: হোসনে আরা তালুকদার। বাংলাদেশ বেতারের এ যাবতকালের প্রথম নারী মহাপরিচালক। সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়ে মহাপরিচালকের দায়িত্ব কন্টিনিউ করছেন।
অভিনন্দন ও শুভকামনা আপা। রাষ্ট্রের শীর্ষপদে আমরা আরেকজন নারী প্রশাসক পেলাম। নারীর জন্য ন্যায্যতার রাষ্ট্র পরিচালনায় আপনার ভুমিকা আগের মতোই চলমান থাকবে এই বিশ্বাসটুকু রাখলাম।
আপনি আমাতে যেমন করে অকারণে মোহাবিষ্ট থাকেন, আমি তারচেয়ে বহুগুণ মোহাবিষ্ট থাকি আপনাতে কারনেই। কারণ, আমি জানি আপনি, আপনারা সময়ের চাইতে কতটুকু এগিয়ে চলেছেন!! যে পথ দিয়ে চলে গেছেন তারই ধুলা মাখি...
ফেসবুক থেকে