আসিফুজ্জামান পৃথিল: [২] অস্ট্রেলিয় শহরটির কর্মকর্তাদের মতে, এখনও নগরীটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার সংখ্যা যথেষ্ঠ কমেনি। ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল আন্দ্রুস জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা থাকবে, এরপর কিছুটা শিথিল করা হতে পারে। বিবিসি
[৩] যদি এর মধ্যে রোগীর সংখ্যা কমে তবে অক্টোবরে বড় পরিসরে বিধিমালা শিথিল করা শুরু হবে। ভিক্টোরিয়া অস্টেলিয়ার ভাইরাস সেকেন্ড ওয়েভের কেন্দ্রস্থল। দেশটিতে মোট মারা গেছেন ৭৫৩ জন যা ৯০ শতাংশই ভিক্টোরিয়ার। এবিসি
[৪] ৯ জুলাই মেলবোর্নের এক চতুর্থাংশ এলাকাকে আবারও লকডাউনের আওতায় আনা হয়। পুরো অস্ট্রেরিয়ায় বর্তমানে ২৬ হাজার জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত। দ্বিতীয় ওয়েভ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল করোনাভাইরাস মোকাবেলায় সফলতম দেশের একটি। অবশ্য দ্বিতীয়-স্রোতটিও এখন পর্যন্ত ভালোভাবেই সামলেছে দেশটি।
[৫] মেলবোর্নে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। দিনের বেলা একক ব্যক্তি অন্য একক ব্যক্তির সঙ্গে প্রয়োজনে দেখা করতে পারবেন। এইসব বৈঠক নির্দিষ্ট একটি সময়ের বেশি চালানো যাবে না। সম্পাদনা: ইকবাল খান