নূর মোহাম্মদ : [২] ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।
[৩] তুরাগ নদীর তীর দখল করে এমপি আসলামের মাইশা পাওয়ার প্ল্যান্ট তৈরির অভিযোগে বিআইডাব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল। তবে সরকারের অনমুতি নিয়ে নদী দখল না করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে বলে দাবি আসলামুল হকের। জমি নির্ধারণ করতে একটি আবেদনও করেছিলেন আসলামুল।
[৪] ওই আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আর ওই সময় পর্যন্ত উচ্ছেদ এবং প্রকল্পের সব কাজ বন্ধ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ