সিরাজুল ইসলাম: [২] জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্যকর্মীদের হত্যা; ত্রুটিপূর্ণ চিকিৎসা সামগ্রী বিক্রি; তাপমাত্রা পরিমাপের সময় স্বাস্থ্যকর্মীকে ছুরিকাঘাত; কোভিড রোগীকে সহায়তার কথা বলে আদায়; নিজেদের স্বাস্থ্য ও ভ্রমণ বিষয়ক মিথ্যা তথ্য দেয়ার মতো বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিনহুয়া
[৩] দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বিবৃতিতে জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৫ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজন এখন কারাগারে, কাউকে এর মধ্যে সাজা দেয়া হয়েছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এএফপি
[৪] চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়ে। কঠোর পদক্ষেপ নেয়ায় চীনে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। স¤প্রতি দেশটিতে স্থানীয় পর্যায়ে সংক্রমণের কোনও তথ্য পাওয়া যায়নি।