শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে সবাই ভালো করবে, প্রস্তুতি খুব ভাল : মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী টাইগারদের প্রথম সফর শ্রীলঙ্কা। আট মাস থেকে শিকার থেকে বঞ্চিত হওয়া টাইগাররা এখন সবাই ক্ষুধার্ত বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তাই এই সিরিজে সবাই ভালো করবেন বলে দৃঢ় প্রত্যাশা তার।

[৩] পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২০ টি টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ৮ টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয় ১ টি। যেটা ২০১৭ সালে টাইগারদের শততম টেস্ট ছিল। সবশেষ ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

[৪] যেখানে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল টাইগারদের। তবে ১৩ বছর বাদে বাংলাদেশ দলে এসেছে অনেক পরিবর্তন। এ ব্যাপারে মুমিনুল হক বলেন, সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি। বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ।

[৫] তবে লঙ্কানদেব বিপক্ষে টেস্ট জিততে হলে ক্রিকেট তিন বিভাগে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভাল করতে হবে বলে মনে করছেন মুমিনল, ‘সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা।

[৬] আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে।’

[৭] লঙ্কানদের হারাতে দেশে ও লঙ্কায় গিয়ে অনুশীলন করাকেই পর্যাপ্ত মনে করছেন টেস্ট অধিনায়ক, ‘লম্বা সময় প্র্যাকটিস করছি, ওখানে গিয়েও প্র্যাকটিস করবো। সুতরাং খুব একটা সমস্যা হবেনা আশা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়