শিরোনাম
◈ বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ ◈ বাংলাদেশের ক্রিকেটার‌দের প্রতি সহমর্মিতা জানালেন স্কটল‌্যা‌ন্ডের কোচ, বিশ্বকাপ দল ঘোষণা ◈ লোহিত সাগরে মিশরকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে ইসরা‌য়েল? ◈ দি‌ল্লি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজাতে দিলো কেন?  ◈ গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?  ◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা, করণীয় কী ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে সবাই ভালো করবে, প্রস্তুতি খুব ভাল : মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী টাইগারদের প্রথম সফর শ্রীলঙ্কা। আট মাস থেকে শিকার থেকে বঞ্চিত হওয়া টাইগাররা এখন সবাই ক্ষুধার্ত বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তাই এই সিরিজে সবাই ভালো করবেন বলে দৃঢ় প্রত্যাশা তার।

[৩] পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২০ টি টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ৮ টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয় ১ টি। যেটা ২০১৭ সালে টাইগারদের শততম টেস্ট ছিল। সবশেষ ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

[৪] যেখানে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল টাইগারদের। তবে ১৩ বছর বাদে বাংলাদেশ দলে এসেছে অনেক পরিবর্তন। এ ব্যাপারে মুমিনুল হক বলেন, সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি। বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ।

[৫] তবে লঙ্কানদেব বিপক্ষে টেস্ট জিততে হলে ক্রিকেট তিন বিভাগে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভাল করতে হবে বলে মনে করছেন মুমিনল, ‘সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা।

[৬] আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে।’

[৭] লঙ্কানদের হারাতে দেশে ও লঙ্কায় গিয়ে অনুশীলন করাকেই পর্যাপ্ত মনে করছেন টেস্ট অধিনায়ক, ‘লম্বা সময় প্র্যাকটিস করছি, ওখানে গিয়েও প্র্যাকটিস করবো। সুতরাং খুব একটা সমস্যা হবেনা আশা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়