শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে সবাই ভালো করবে, প্রস্তুতি খুব ভাল : মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী টাইগারদের প্রথম সফর শ্রীলঙ্কা। আট মাস থেকে শিকার থেকে বঞ্চিত হওয়া টাইগাররা এখন সবাই ক্ষুধার্ত বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তাই এই সিরিজে সবাই ভালো করবেন বলে দৃঢ় প্রত্যাশা তার।

[৩] পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২০ টি টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ৮ টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয় ১ টি। যেটা ২০১৭ সালে টাইগারদের শততম টেস্ট ছিল। সবশেষ ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

[৪] যেখানে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল টাইগারদের। তবে ১৩ বছর বাদে বাংলাদেশ দলে এসেছে অনেক পরিবর্তন। এ ব্যাপারে মুমিনুল হক বলেন, সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি। বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ।

[৫] তবে লঙ্কানদেব বিপক্ষে টেস্ট জিততে হলে ক্রিকেট তিন বিভাগে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভাল করতে হবে বলে মনে করছেন মুমিনল, ‘সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা।

[৬] আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে।’

[৭] লঙ্কানদের হারাতে দেশে ও লঙ্কায় গিয়ে অনুশীলন করাকেই পর্যাপ্ত মনে করছেন টেস্ট অধিনায়ক, ‘লম্বা সময় প্র্যাকটিস করছি, ওখানে গিয়েও প্র্যাকটিস করবো। সুতরাং খুব একটা সমস্যা হবেনা আশা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়