শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে সবাই ভালো করবে, প্রস্তুতি খুব ভাল : মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী টাইগারদের প্রথম সফর শ্রীলঙ্কা। আট মাস থেকে শিকার থেকে বঞ্চিত হওয়া টাইগাররা এখন সবাই ক্ষুধার্ত বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তাই এই সিরিজে সবাই ভালো করবেন বলে দৃঢ় প্রত্যাশা তার।

[৩] পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২০ টি টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ৮ টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয় ১ টি। যেটা ২০১৭ সালে টাইগারদের শততম টেস্ট ছিল। সবশেষ ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

[৪] যেখানে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল টাইগারদের। তবে ১৩ বছর বাদে বাংলাদেশ দলে এসেছে অনেক পরিবর্তন। এ ব্যাপারে মুমিনুল হক বলেন, সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি। বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ।

[৫] তবে লঙ্কানদেব বিপক্ষে টেস্ট জিততে হলে ক্রিকেট তিন বিভাগে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভাল করতে হবে বলে মনে করছেন মুমিনল, ‘সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা।

[৬] আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে।’

[৭] লঙ্কানদের হারাতে দেশে ও লঙ্কায় গিয়ে অনুশীলন করাকেই পর্যাপ্ত মনে করছেন টেস্ট অধিনায়ক, ‘লম্বা সময় প্র্যাকটিস করছি, ওখানে গিয়েও প্র্যাকটিস করবো। সুতরাং খুব একটা সমস্যা হবেনা আশা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়