শিরোনাম
◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজে সবাই ভালো করবে, প্রস্তুতি খুব ভাল : মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরবর্তী টাইগারদের প্রথম সফর শ্রীলঙ্কা। আট মাস থেকে শিকার থেকে বঞ্চিত হওয়া টাইগাররা এখন সবাই ক্ষুধার্ত বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তাই এই সিরিজে সবাই ভালো করবেন বলে দৃঢ় প্রত্যাশা তার।

[৩] পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ২০ টি টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। যার মধ্যে ৮ টি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয় ১ টি। যেটা ২০১৭ সালে টাইগারদের শততম টেস্ট ছিল। সবশেষ ২০০৭ সালে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

[৪] যেখানে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছিল টাইগারদের। তবে ১৩ বছর বাদে বাংলাদেশ দলে এসেছে অনেক পরিবর্তন। এ ব্যাপারে মুমিনুল হক বলেন, সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি। বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ।

[৫] তবে লঙ্কানদেব বিপক্ষে টেস্ট জিততে হলে ক্রিকেট তিন বিভাগে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ভাল করতে হবে বলে মনে করছেন মুমিনল, ‘সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা।

[৬] আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে।’

[৭] লঙ্কানদের হারাতে দেশে ও লঙ্কায় গিয়ে অনুশীলন করাকেই পর্যাপ্ত মনে করছেন টেস্ট অধিনায়ক, ‘লম্বা সময় প্র্যাকটিস করছি, ওখানে গিয়েও প্র্যাকটিস করবো। সুতরাং খুব একটা সমস্যা হবেনা আশা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়