শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহমেদ রাজু: পৃথিবী বদলে দেওয়া নারী

আহমেদ রাজু: ৮ নভেম্বর, ১৯৫৬। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিহত হন হাঙ্গেরীয় কিশোরী এরিকা কর্নেলিয়া জিলিস। তখন এরিকার বয়স ছিলো মাত্র পনেরো। পড়তেন ডবোস সি ক্যাটারিং স্কুলে। ছিলেন হোটেল বাইকের শিক্ষানবিশ কুক। এরিকা একজন বিপ্লবী। একজন মুক্তিযোদ্ধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া হাঙ্গেরিয়ায় সাম্যবাদী সরকার বসায়। ক্ষমতার আসনে হাঙ্গেরিয়ার রাজনৈতিক নেতারা থাকলেও দেশ চালাতো সোভিয়েত ইউনিয়ন। সেখানে রাশিয়া যে নীতি প্রবর্তন করে তা মানতে পারেনি হাঙ্গেরীয়ার জনগণ। তাদের মনে ক্ষোভ জমতে থাকে। কিন্তু কারও কিছু বলার সাহস ছিলো না।

রাশিয়ার নীতির বিরুদ্ধে প্রথমে ছাত্ররা প্রতিবাদ জানায়। কিন্তু সরকার তা আমলে নেয়নি। শেষে ছাত্ররা সোভিয়েত সমর্থিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯৫৬ সালের ২৩ অক্টোবর। ছাত্ররা লাগাতার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। কিন্তু তাদের দাবির প্রতি সম্মান না দেখিয়ে ছাত্রদের গণগ্রেফতার শুরু করে। বিক্ষোভ থামাতে সেনাবাহিনী মোতায়েন করে রাশিয়া।

এতে আরও বিক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। ছাত্রদের সঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। একপর্যায়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছাত্ররা। সৈন্যরা ছাত্রদের উপর গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। দেশ উত্তাল হয়ে উঠে। চলমান যুদ্ধের মধ্যে রাশান সৈন্যদের গুলিতে ৮ নভেম্বর বুদাপেস্টের রাজপথে নিহত হন এরিকা। তার দুইদিন পর ১০ নভেম্বর সরকারের পতন ঘটে। মহান বিপ্লবী এরিকার জন্ম ৬ জানুয়ারি, ১৯৪১। হাঙ্গেরির বুদাপেস্টে। পৃথিবী বদলে দেওয়া নারীর তালিকায় এরিকার নাম রয়েছে প্রথম দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়