শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ইরাকের তাজি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের তাজি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এরইমধ্যে ঘাঁটিটি ইরাকি নিরাপত্তাবাহিনী কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ প্রতিদিন

রবিবার তাজি ঘাঁটিটি ইরাকি নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে বেশ কয়েকবার এ ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলেছে, দীর্ঘ পরিকল্পনার আওতায় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এবং এটি হয়েছে ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে।
বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁটিতে ২০০০ মতো সেনা ছিল। যাদের বেশিরভাগই চলতি গ্রীষ্মকালে ঘাঁটি ছেড়ে চলে গেছে।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, ঘাঁটির সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু ইরাকি নিরাপত্তাবাহিনী কাছে হস্তান্তর করার পর ঘাঁটির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাহার করা হবে।

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার সেনারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত কিন্তু এখন থেকে ঘাঁটিটি সম্পূর্ণভাবে ইরাকি নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়