শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়াসংগঠক বাবার সাথে কোভিডে আক্রান্ত দুই ছেলে

রাহুল রাজ: [২] করোনাভাইরাসের থাবায় ক্রীড়াঙ্গনে একের পর আক্রান্ত হচ্ছেন অনেকে। বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তারা এই তালিকায় আছেন।

[৩] সবশেষ করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল। গত শনিবার করোনা পরীক্ষা করে আজই তার ফল পেয়েছেন তিনি।

[৪] কাজী রাজিব চপলের সাথে তার দুই ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত এই ক্রীড়া সংগঠক বাসায় বিশ্রামে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাও চলছে। আমাদের সময় ডট কমকে শারীরিক অবস্থা নিয়ে চপল বলেছেন, ‘আর্চারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি।

[৫] কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। এখন যদিও তেমন কোনও জটিলতা নেই। বাসাতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’ সেই সাথে আমি খুশি এই জন্য যে আমার আর্চারির ফেডারেশনের সকল তীরন্দাজ করোনা মুক্ত।

[৬] ৫৩ বছরে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এশিয়ান আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ এশিয়ান আরচারি ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেজারার, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ খোখো ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক এবং মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়