শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে পুনরায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে।

[৩]পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা দৌলতদিয়ার কয়েকটি স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটে চলাচলকারী একমাত্র ট্রেনটির (আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস) রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত চলাচল বন্ধ করে দেয়।

[৪] তারও ২ মাস আগে করোনা পরিস্থিতির কারণে এই রুটের সকল মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। সেগুলোর চলাচল এখনো শুরু হয়নি। একমাত্র আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলতে না পারায় গোয়ালন্দ অঞ্চলের মানুষ নিরাপদে ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত ছিল।

[৫] কুষ্টিয়া থেকে সপরিবারে ট্রেনে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী রাশেদুল হক বলেন, ট্রেন যাত্রা নিরাপদ ও ঝুঁকি মুক্ত। এর পাশাপাশি বাসের চেয়ে ভাড়াও কম। তাই ফ্যামিলি নিয়ে ট্রেনেই আসলাম। তবে মেইল ও লোকাল ট্রেনগুলো বন্ধ থাকায় যাত্রীরা সেগুলোতে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

[৬] দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল জলিল বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় গোয়ালন্দ রাজারের পর থেকে রেললাইনের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

[৭] এখন থেকে রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করবে। বাকী ট্রেনগুলো করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়