শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুয়ার আসর থেকে আটক নেতাকর্মীরা, ছাত্রলীগের দাবি জুয়া নয় তাস খেলছিলেন তারা

ডেস্ক রিপোর্ট : কুয়াকাটা পৌর ছাত্রলী‌গের সভাপতি ম‌জিবর রহমানসহ পু‌লি‌শের হা‌তে আটককৃত পাঁচজন কোনো ধর‌নের জুয়ার আস‌রে ব‌সে‌নি বরং তারা সময় কাটা‌নোর জন‌্য তাস খেলছিল বলে দাবি কুয়াকাটা ছাত্রলীগের। শনিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ক‌রে‌ছেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাইফুর রহমান হাসান।

এসময় লিখিত বক্তব্যে তিনি আ‌রও বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং কুয়াকাটা পৌর মেয়র আ. বা‌রেক মোল্লার পক্ষাবলম্বন করার জন‌্যই পুলিশ অহেতুকভা‌বে হয়রা‌নি কর‌ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার সময় ছাত্রলীগের দুইকর্মীসহ তিন চারজন তাস খেলার সময় ম‌হিপুর থানা পু‌লিশ তা‌দের‌কে আটক কর‌তে গে‌লে তখন হো‌টেল মালিকের সাথে পুলিশের কথাকাটাকা‌টি ও ধস্তাধস্তি হয়। এমন খবর পে‌য়ে পৌর ছাত্রলীগের সভাপতি ম‌জিবর সেখা‌নে উপস্থিত হ‌লে পুলিশের সাথে তারও কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে সেখান থে‌কে পু‌লিশ ম‌জিবরসহ পাঁচজনকে আটক ক‌রে এবং তা‌দের বিরুদ্ধে দু‌টি পৃথক মামলা দা‌য়ের ক‌রে পুলিশ। এক‌টি মামলা জুয়া খেলার অ‌ভি‌যোগে আরেকটি পুলিশের কা‌জে বাধা প্রদান।

অপরদিকে ছাত্রলীগের এসব অ‌ভি‌যোগ সরাসরি অস্বীকার ক‌রে ম‌হিপুর থানার ওসি ম‌নিরুজ্জামান জানান, ঘটনার আগে ও প‌রের সকল ভিডিও ধারণ করা আছে, প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছেন। স্থানীয়‌দের অ‌ভি‌যো‌গের প্রেক্ষিতেই গত ১৭ আগস্ট হো‌টেল কিংস এর রুমে জুয়ার আসর থে‌কে ম‌জিবরসহ পাঁচজনকে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রা‌তে কুয়াকাটার আবাসিক হো‌টেল কিংস এর এক‌টি রুম থেকে পৌর ছাত্রলীগের সভাপতি ম‌জিবরসহ পাঁচজন‌কে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামসহ ম‌হিপুর থানা পুলিশ আটক করে। এ সময় পুলিশের উপর হামলায় তিন পুলিশ সদস্য আহত হ‌লে পুলিশ বাদী হ‌য়ে পৃথক দু‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এ নি‌য়ে যমুনা টি‌ভির অনলাইনে রি‌পোর্ট প্রকাশ হ‌লে সামাজিক যোগ‌াযো‌গে ভাইরাল হয়।

উৎসঃ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়