শিরোনাম
◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরা কিংসে আরেক ব্রাজিলিয়ান ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : [২] আরেক ব্রাজিলিয়ানকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। আসন্ন এএফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করার লক্ষ্যে এ খেলোয়াড়কে নেওয়া। এই খেলোয়াড়ের নাম জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ। ব্রাজিলের শীর্ষ লিগের দল বোতাফোগো থেকে ধারে এই অ্যাটাকিং মিডফিল্ডার দ্রুত দলটির সঙ্গে যোগ দেবেন।

[৩] কিছুদিন আগে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে প্লেমেকার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে চুক্তিবদ্ধ করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংস। দলটির সমর্থকেরা অপেক্ষায় ছিলেন আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোসের সঙ্গে রবিনহোর রসায়নটা কেমন হয়, তা দেখার। তার ভেতরই এল এই ‘সুসংবাদ’।

[৪] কিংস সভাপতি ইমরুল হাসান জানালেন, ফার্নান্দেজকে তারা চূড়ান্ত করেছেন উজবেক ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেখভের স্থলে। তিনি মনে করেন, ফার্নান্দেজের বিশেষত্ব হচ্ছে, সে নিচ থেকে খেলাটা গোছাতে পারে। বলের জোগানে আমাদের বিশ্বাস ও বখতিয়ারের চেয়েও ভালো হবে। ফার্নান্দেজকে নিয়ে এখন কিংসে বিদেশির সংখ্যা তিন।

[৫] ২৫ বছরের ফার্নান্দেজ বোতাফোগোতেই বেড়ে উঠেছেন। ক্লাবটির শীর্ষ দলে সুযোগ পান ২০১৫ সালে। তবে ২০১৮ সাল থেকে তিনি ধারে খেলছেন বিভিন্ন দলে।

[৬] ২৩ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাওয়া এএফসি কাপের গ্রুপপর্বের বাকি ম্যাচ খেলতে যাবে কিংস। তার আগেই ফার্নান্দেজকে পাবে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়