শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমিটির লোকজনের ঘুষিতে প্রাণ গেল দোকান মালিকের

ফাহাদ রহমান: [২] বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

[৩]নিহত দোকান মালিক আবুল হাসেম(৭০) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

[৪] নিহতের পরিবারের সদস্যরা জানায়, আবুল হাসেম গত সোমবার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে ১নং গলির ১২ নম্বার দোকানটি ক্রয় করে। যার ফলে বুধবার সকালে ভাড়াটিয়া সাধন দেবনাথকে আগামী দু’মাসের মধ্যে দোকান ছেড়ে দিতে বলা হয়।

[৫] এ সময় কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির লোকজন ভাড়াটিয়া সাধন দেবনাথের পক্ষে এসে আবুল হাসেমের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় কমিটির লোকজন আবুল হাসেমকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আবুল হাসেমের পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

[৬] এ বিষয়ে মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, সকালে আমাকে মার্কেট থেকে ফোন করে ঘটনাটি অবহিত করা হয়। তার মৃত্যুতে আমরা শোকাহত। আগামী দু’দিন মার্কেটের সকল দোকান বন্ধ রেখে শোক পালন করা হবে।

[৭] মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন অভিযোগ দেয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়