শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএমডব্লিউ-নিশান বাড়ির গ্যারেজে অথচ টেন্ডুলকার খুঁজছেন প্রিয় মারুতি ৮০০

স্পোর্টস ডেস্ক : [২] মুম্বাইয়ের বান্দ্রার পেরি ক্রস রোডে শচীন টেন্ডুলকারের বিশাল বহুল বাড়ি। টেন্ডুলকারের গ্যারেজে রয়েছে বিএমডবিøউ আই এইট। আছে একই ব্র্যান্ডের থারটি এম ফাইভ। নিশান জিটি-আর-ও রয়েছে। এক সময় ছিল ৩৬০ মেডোনা ফেরারি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, নিজের প্রথম গাড়ি মারুতি ৮০০ তার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়।

[৩] গাড়িটি কেনার পর কয়েক বছর চালিয়েছিলেন। এরপর বিক্রি করে দিয়ে নতুন ব্র্যান্ড কেনেন। তবে প্রতিষ্ঠিত হওয়ার পর গাড়িটি খুঁজেছিলেন ভারতের ব্যাটিং ঈশ্বর। এখনও হন্যে হয়ে খুঁজছেন। কিন্তু কোথাও মিলছে তার লাল রঙের প্রথম মারুতি ৮০০।

[৪] নিজের প্রথম গাড়িটি ফিরে পাওয়ার আশায় আছেন টেন্ডুলকার। তার ভালোবাসা, আবেগ, স্মৃতি জড়িয়ে আছে মারুতি ৮০০ গাড়িতে। ভারতের টেনিস খেলোয়াড়ের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দিয়ে টেন্ডুলকার নিজের গাড়ি নিয়ে বলেন, ‘আমার প্রথম গাড়ি ছিল মারুতি ৮০০।

[৫] দুর্ভাগ্যবশত গাড়িটি আমার কাছে এখন নেই। তবে আমি গাড়িটি ফিরে পেতে মুখিয়ে আছি। যারা আমাকে শুনছেন, কোনো সংকোচ না রেখে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।’

[৬] সাবেক ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের থেকে ২০০২ সালে ফেরারি উপহার পেয়েছিলেন টেন্ডুলকার। ভারতের সেটিই ছিল প্রথম ফেরারি গাড়ি। ওই গাড়ি দিয়ে ২০০৮ সালে তৈরি হয়েছিল ফেরারি কি সাভারি চলচ্চিত্র। ২০১১ সালে দূর্ঘটনার পর গাড়িটি বিক্রি করে দেন টেন্ডুলকার।

[৭] বিএমডিব্লিউর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন টেন্ডুলকার। ভারতে নতুন গাড়ি এলে সবার আগে ব্যবহার করেন তিনি। আই এইট, সেভেন সিরিজের ৭৫০ এলআই এম স্পোর্টস, এম সিক্স রয়েছে তার গ্যারেজে। নিজ থেকে কিনেছেন জিটি আর। যার দাম ২ কোটি ৪০ লাখ রুপি। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়