শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এহতেশাম সুলতান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড়, কোচ, ফুটবলার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এহতেশাম সুলতান আর নেই। আজ সোমবার ভোর রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

[৩] দীর্ঘদিনধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। মিরপুরের এক স্থানীয় হাসপাতালে ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

[৪] মরহুমের নামাজে জানাজা আজ দুপুর বেলা ৩ ঘটিকায় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হবে।

[৫] এহতেশাম সুলতান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনির আপন বড় ভাই।

[৬] তার কোচিংয়ে গড়ে ওঠা শিষ্য কোচ ও সাবেক হকি খেলোয়াড় মওদুদুর রহমান শুভ গুরুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘জাতীয় দলে আমি যখন প্রথম সুযোগ পাই ১৯৯৮ সালে সেই দলের কোচ ছিলেন এহতেশাম সুলতান ভাই। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

[৭] নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ব্যাপারে ছিলেন খুবই কঠোর । প্রথম দিকে বেশ ভয় ও পেতাম তাকে। পরবর্তীতে অবশ্য ভয়টা ছিলনা তবে শ্রদ্ধা ছিল সব সময়। হকিতে একজন অভিভাবক হারালাম আমরা।’

[৮] এই বর্ষীয়ান ক্রীড়াবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার মো: রুহুল আমিন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়