শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ফেজের কাজও শুরু হবে খুব শিগগির

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরের টার্মিনাল ভবনের পাইলিংয়ের সয়েল টেস্টের রিপোর্টে দেখা গেছে স্ক্রুড স্টিল পাইলিং এসএসপি তৈরির জন্য অনুপযুক্ত। এই মাটিতে নির্ধারিত দুটি পাইল বসানো ঠিক হবে না। যার কারণে এখানে বোর্ড পাইলিং করা হবে। তবে এতে কোনো ধরনের নকশার পরিবর্তন ঘটবে না।

[৩] মফিদুর রহমান বলেন, স্ক্রুড স্টিল পাইলিং না হওয়ায় সাড়ে ৭শ’ কোটি টাকা বেঁচে যাবে। এই অর্থ দিয়ে নতুন কিছু কাজ করার ইচ্ছা রয়েছে। যদি সরকার ও জাইকার অনুমোদন পাওয়া যায় তবে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ফেজের কাজ ধরবো আমরা। এতে বহু কাজ এগিয়ে যাবে বিমানবন্দরের। আর এই অর্থ আমাদের জন্য আর্শিবাদের মতো কাজে লাগবে।

[৪] সম্প্রতি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সরকার ও জাইকার সঙ্গে আমরা আলোচনা করছি। আগের কিছু বিধিবিধান পরিবর্তন করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ হবে ১২টি। এখন এই সাড়ে সাতশো কোটি টাকা বেঁচে যাওয়ায় আরও ১৪টি বোর্ডিং ব্রিজ তৈরি করা হবে। এরসঙ্গে একটি ভিভিআইপি টার্মিনালও নির্মান করা হতে পারে। এই কাজটুকু তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ফেজের কাজ। যা আমরা এগিয়ে নিতে সফল হবো। এতে আমাদের অনেকটা খরচও বেঁচে যাবে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়