লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরের টার্মিনাল ভবনের পাইলিংয়ের সয়েল টেস্টের রিপোর্টে দেখা গেছে স্ক্রুড স্টিল পাইলিং এসএসপি তৈরির জন্য অনুপযুক্ত। এই মাটিতে নির্ধারিত দুটি পাইল বসানো ঠিক হবে না। যার কারণে এখানে বোর্ড পাইলিং করা হবে। তবে এতে কোনো ধরনের নকশার পরিবর্তন ঘটবে না।
[৩] মফিদুর রহমান বলেন, স্ক্রুড স্টিল পাইলিং না হওয়ায় সাড়ে ৭শ’ কোটি টাকা বেঁচে যাবে। এই অর্থ দিয়ে নতুন কিছু কাজ করার ইচ্ছা রয়েছে। যদি সরকার ও জাইকার অনুমোদন পাওয়া যায় তবে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ফেজের কাজ ধরবো আমরা। এতে বহু কাজ এগিয়ে যাবে বিমানবন্দরের। আর এই অর্থ আমাদের জন্য আর্শিবাদের মতো কাজে লাগবে।
[৪] সম্প্রতি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সরকার ও জাইকার সঙ্গে আমরা আলোচনা করছি। আগের কিছু বিধিবিধান পরিবর্তন করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ হবে ১২টি। এখন এই সাড়ে সাতশো কোটি টাকা বেঁচে যাওয়ায় আরও ১৪টি বোর্ডিং ব্রিজ তৈরি করা হবে। এরসঙ্গে একটি ভিভিআইপি টার্মিনালও নির্মান করা হতে পারে। এই কাজটুকু তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ফেজের কাজ। যা আমরা এগিয়ে নিতে সফল হবো। এতে আমাদের অনেকটা খরচও বেঁচে যাবে। সম্পাদনা : রায়হান রাজীব