শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের শুরুতে অনিশ্চিত ২২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে খেলা হচ্ছে না ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেই সময় এই দুই দল সীমিত ওভারের সিরিজ খেলতে ব্যস্ত থাকবে।

[৩] ২৩ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে অজিরা। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি। সেপ্টেম্বরের ৪,৬ ও ৮ তারিখে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

[৪] ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। এই দুটি সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে দুটি স্টেডিয়াম- সাউদাম্পটনের অ্যাজেস বোল ও ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোড। এদিকে আইপিএল মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

[৫] ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুই দলের সিরিজের জন্য আইপিএলের শুরুতে ২২ ক্রিকেটার খেলতে পারবেন না। এর মধ্যে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার রাজস্থান রয়্যালসের। মুম্বাই ইন্ডিয়ান্সের সব খেলোয়াড়ই যোগ দেবেন আইপিএলের শুরুতে।

[৬] এন নজরে দেখে নেয়া যাক যাদের আইপিএলের শুরুতে খেলা নিয়ে শঙ্কা রয়েছে -
কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লান ম্যাক্সওয়েল
চেন্নাই সুপার কিংস: জস হ্যাজেলউড, স্যাম কার...
কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স, ইয়ন মরগান, টম বেন্টন।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মিচেল মার্শ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: মঈন আলী, অ্যারন ফিঞ্চ, জসুয়া ফিলিপ, কেন রিচার্ড।
দিল্লি ক্যাপিটেলস: জেসন রয়, অ্যালেক্স ক্যারি, মার্কুস স্টইনিস।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, স্টিভ স্মিথ, জফরা আর্চার, বেন স্টোকস, অ্যান্ড্রু টাই, টম কারান। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়