কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়ইতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
[৩] আটক মাদক ব্যবসায়ী কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরীপাড়ার বিসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (২৮)। বিষয়টি নিশ্চত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
[৪] র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার সিএনজির স্টিয়ারিং-এর ভেতরে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এসময় সিএনজিটিও জব্দ করা হয়।
[৫] উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী