শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোবেলজয়ী অমর্ত্যসেন জানালেন, প্রণব মূখার্জী’র সন্ত জীবন সবসময়ই আমাকে মুগ্ধ করেছে

দেবদুলাল মুন্না: [২] অর্থনীতিবিদ অমর্ত্য সেন এমন মন্তব্যসহ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুর্খাজীকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন গত ১০ আগস্ট কাউন্টার পাঞ্চে। এরপরই প্রণব মুখার্জী অসুস্থ হন। গতকাল বৃহস্পতিবার অমর্ত্য সেনের এ ইন্টারভিউটি ভারতের দ্য হিন্দু’র অনলাইন ইন্টারভিউ রিভিউ প্রকাশ করে।

[৩] তিনি বলেন, প্রণবের সঙ্গে পরিচয় ১৯৫২ সালে। বয়সে আমার দু বছরের ছোট। সেবার পশ্চিমবঙ্গের সিউরির বিদ্যাসাগর কলেজে একটা সম্মেলনে পরিচয়। তিনি আমাকে কিছু কথা শুনিয়েছিলেন। কথাগুলো এমন, 'যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা-ও ভালো হবে। তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ। যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই জগতের নিয়ম।'

[৪] অমর্ত্য সেন বলেন, অর্থনীতি ভালো বুঝতেন। দু’বার ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ১৯৮৪ সালে ইউরোমানি পত্রিকার একটি সমীক্ষায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ অর্থমন্ত্রীর মধ্যে অন্যতমের শিরোপা দেয়।

[৫] অমর্ত্য’র মতে, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। প্রণব সেটা জানতেন। কিন্তু বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারই নেই মোদির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়