শিরোনাম
◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ীর গোয়ালন্দে ভূমিহীন পরিবারের মধ্যে সরকারি খাস জমির দলিল হস্তান্তর

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] জেলার গোয়ালন্দ উপজেলার নদী ভাঙ্গন কবলিত দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ৩ শতাধিক অসহায় ভূমিহীন পরিবারের মাঝে ৫ শতাংশ করে সরকারী ১ নং খতিয়ান ভুক্ত খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে।

[৩] বুধবার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে প্রথম ধাপে ৫৪টি পরিবারের মধ্যে বরাদ্দকৃত জমির দলিল হন্তান্তর করা হয়।

[৪] সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলিলগুলো তুলে দেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্য পরিবারগুলোর কাছে জমির দলিল হস্তান্তর করা হবে।

[৫] নদী ভাঙ্গনে নিঃস্ব হওয়া দেবগ্রাম ইউনিয়নের কাউয়াজানি গ্রামের বৃদ্ধা কাজলী বেগম (৬০) বলেন,স্বামীর ভিটাটি গত বছর পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। নিজের কোন জমি না থাকায় গত প্রায় এক বছর ধরে হাই স্কুলের বারান্দায় ছেলে-মেয়েদের নিয়ে অনেক কষ্টে জীবন-যাপন করছি। ৫ শতাংশ জমি পাওয়ায় এখন মাথা গোঁজার মতো একটু ঠাঁই হবে। তিনি একটি সরকারি ঘরেরও দাবি জানান।

[৬] সহকারী কমিশনার (ভূমি) আব্দুলাহ আল মামুন বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমিহীনদের তালিকা করে তাদের মধ্যে ৫ শতাংশ করে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। যাদের ঘর তোলার মতো সামর্থ্য নেই তাদের সরকারি ঘরের ব্যবস্থাও করে দেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়