ইয়াসিন আরাফাত : [২] ১ অক্টোবরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোনও ঝুলন্ত ক্যাবল থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর কাওলায় উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত ইউলুপ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
[৩] এ সময় নগরীতে কোন জঞ্জাল ছাড়াই ইন্টারনেট সেবা দেয়ার ব্যবস্থা করতে ফাইবার অপটিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আহবান জানান মেয়র।
[৪] তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সকল ঝুলন্ত তার কেটে ফেলবো। যে কোন জায়গায় যে কোন ঝুলন্ত পোষ্টার বা অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। শহরকে নোংরা করে কেউ কোন বানিজ্য করতে পারবে না।এছাড়া রাস্তার পাশের সব সাইনবোর্ড, বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। পাশাপাশি দেয়াল লিখনের মাধ্যমে বা অন্য কোন উপায়ে শহর নোংরা করলে আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারেও হুঁশিয়ারি দেঁন ডিএনসিসি মেয়র।
[৫] এ সময় সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১০টি ইউলুপ নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন মেয়র আতিক। এ প্রসঙ্গে তিনি বলেন,এই ইউলুপগুলোর কাজ শেষ হলে এই পথের ৭০ শতাংশ যানজট কমে যাবে। প্রয়াত মেয়র আনিসুল হকের গ্রহণ করা এই ইউলুপ নির্মাণের কাজ দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ পুনরায় শুরু হল। সূত্র: ডিবিসি নিউজ অনলাইন, চ্যানেল ২৪ অনলাইন