শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাংচুরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সোহাগ হোসেন : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবির অবমাননা কারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট রবিবার সকাল ১১ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মানববন্ধনের মাধ্যমে উপস্থিতিরা এ ঘটনার সাথে জড়িতদের এবং আটককৃত ৩ জনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

[৩] আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাম, প্রচার সম্পাক মোঃ ইলিয়াস খোকন প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলো উপজেলা, ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ।

[৪] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযান চালিয়ে মিজানুর হাওলাদার, সেলিম হাওলাদার ও কবির হাওলাদারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

[৫] উল্লেখ,গত সোমবার গভীর রাতে মিজানুর, সেলিম ও কবিরসহ২০/২৫ জন মিলে উপজেলার সাদের মুন্সি বাজারে আমড়াগাছিয়া ইউনিয়নিয় অফিস ভাংচুরসহ প্রধান মন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে। জমিটি তাদের বলে দাবী করে এবং অফিস ঘরটি সরিয়ে ফেলতে বলে।অফিস ঘর না সরি নিলে এঘটনা ঘটায় বলে তারা। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদার বাদী হয়ে মিজানুর, সেলিম ও কবিরসহ ৬ জনকে আসামি করে সোমবার বিকালে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়