শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাংচুরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সোহাগ হোসেন : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবির অবমাননা কারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট রবিবার সকাল ১১ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মানববন্ধনের মাধ্যমে উপস্থিতিরা এ ঘটনার সাথে জড়িতদের এবং আটককৃত ৩ জনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

[৩] আমড়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাম, প্রচার সম্পাক মোঃ ইলিয়াস খোকন প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলো উপজেলা, ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ।

[৪] মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযান চালিয়ে মিজানুর হাওলাদার, সেলিম হাওলাদার ও কবির হাওলাদারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

[৫] উল্লেখ,গত সোমবার গভীর রাতে মিজানুর, সেলিম ও কবিরসহ২০/২৫ জন মিলে উপজেলার সাদের মুন্সি বাজারে আমড়াগাছিয়া ইউনিয়নিয় অফিস ভাংচুরসহ প্রধান মন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে। জমিটি তাদের বলে দাবী করে এবং অফিস ঘরটি সরিয়ে ফেলতে বলে।অফিস ঘর না সরি নিলে এঘটনা ঘটায় বলে তারা। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাতেম সিকদার বাদী হয়ে মিজানুর, সেলিম ও কবিরসহ ৬ জনকে আসামি করে সোমবার বিকালে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়