সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যেই শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। সরকার জনগনের মনের ভাষা বুঝেন বলেই যে কোনো বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহন করে। যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকান্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি। অপরাধী যে দলেরই হোক বিচারের আওতায় আনা হয়েছে।
[৩] তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নানান ভাবে কথা বলেন। ক্যাসিনো বিরোধী অভিযান, স্বাস্থ্যখাত, জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এসব অনিয়ম উদঘাটন করেছে। কোনো ধরনের ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি।
[৪] ওবায়দুল কাদের বলেন, যারা সরকারের সমালোচনা করছেন, তাদের আমলে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়াই তাদের সফলতা। বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গনতান্ত্রিক স্বীকৃতি দিয়েছে।
[৫] রোববার সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের তিনি এসব কথা বলেন।