শিরোনাম
◈ ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও) ◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো ◈ সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু ◈ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন? ◈ ভারতের হোটেলের ডাই‌নিং‌য়ে ইঁদুরের উৎপাতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আত‌ঙ্কিত ◈ মনোনয়ন পেতে চলছে দৌঁড়ঝাপ, বিএনপির কীভাবে হচ্ছে প্রার্থী বাছাই? ◈ বাজেট সংশোধন শুরু ডিসেম্বরে, যুক্ত হবে নতুন পে-স্কেল কার্যকরের বিধান

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামালের জন্মদিনে ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এর আগে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন চসিক কাউন্সিলর পদপ্রার্থী সালাউদ্দিন বাবর।

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ কামাল হাতেই ১৯৭২ সালে গড়া দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেড। আকাশি-হলুদ জার্সিধারীরা এছাড়া তারই দেখানো পথ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিকভাবে আছে সাফল্য। পঁচাত্তরের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করে দেয়া হয়েছে। সেই কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।

প্রধান অতিথি শেখ কামালের জন্মদিনে দেবাশীষ পাল দেবুর হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মানবিক কাজের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তিনি মহামারি করোনায় সরকারের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আহ্বান জানান।

ছাত্রনেতা আবু নাছের জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, মাইজভাণ্ডারী দরবার শরীফের খাদেম গাজী মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, নূর নবী পারভেজ, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সজীবুল ইসলাম সজীব, মো রানা এজাহারুল হক, মো. আমিন, খোরশেদ আলম, রেজাউল করিম মামুন, নারী শক্তি সংগঠনের রুনা আক্তার, একতা সংঘের মো. সোহেল রানা, ওয়ার্ড যুবলীগ নেতা আবদুল জব্বার রনি, একতা সংঘের সভাপতি মো. রমজান, মাহমুদূর রহমান বাপ্পী, নগর ছাত্রলীগের পাঠচক্র সম্পাদক সাজ্জাদ হোসেন, মো. ইসমাইল, নূর ইসলাম রিয়াদ, কায়সার আলম, মনিরুল হক, মইনুল হাসান সোয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়