শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামালের জন্মদিনে ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও আবহানী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এর আগে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন চসিক কাউন্সিলর পদপ্রার্থী সালাউদ্দিন বাবর।

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এম রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ কামাল হাতেই ১৯৭২ সালে গড়া দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেড। আকাশি-হলুদ জার্সিধারীরা এছাড়া তারই দেখানো পথ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিকভাবে আছে সাফল্য। পঁচাত্তরের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করে দেয়া হয়েছে। সেই কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।

প্রধান অতিথি শেখ কামালের জন্মদিনে দেবাশীষ পাল দেবুর হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মানবিক কাজের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তিনি মহামারি করোনায় সরকারের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আহ্বান জানান।

ছাত্রনেতা আবু নাছের জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, মাইজভাণ্ডারী দরবার শরীফের খাদেম গাজী মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, ইমতিয়াজ বাবলা, নূর নবী পারভেজ, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সজীবুল ইসলাম সজীব, মো রানা এজাহারুল হক, মো. আমিন, খোরশেদ আলম, রেজাউল করিম মামুন, নারী শক্তি সংগঠনের রুনা আক্তার, একতা সংঘের মো. সোহেল রানা, ওয়ার্ড যুবলীগ নেতা আবদুল জব্বার রনি, একতা সংঘের সভাপতি মো. রমজান, মাহমুদূর রহমান বাপ্পী, নগর ছাত্রলীগের পাঠচক্র সম্পাদক সাজ্জাদ হোসেন, মো. ইসমাইল, নূর ইসলাম রিয়াদ, কায়সার আলম, মনিরুল হক, মইনুল হাসান সোয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়