এসএম শামীম: [২] স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর (কালীবাড়ি) গ্রামের অনিল সমদ্দারের ছেলে অশোক সমদ্দার (৩৫) গতকাল সকালে পানির ট্যাঙ্কি পরিস্কারের জন্য ঘরের উপরের টিনের চালায় উঠেন।
[৩] চালার পাশের বিদ্যুৎতের ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় অশোক। বাড়ির লোকজন অশোককে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সম্পাদনা: সাদেক আলী