শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের টাকা নয়ছয়ের অভিযোগ রিয়ার বিরুদ্ধে

তন্নীমা আক্তার : [২] সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকউন্ট থেকে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সেই আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়েছিল ইডি’র তরফে। এবার তার রেশ ধরেই ৭ আগস্ট রিয়া চক্রবর্তীকে তলব করল ইডি। আগামী শুক্রবার অভিনেত্রীকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে।

[৩] বুধবারই সুশান্ত তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে সবুজ সংকেত দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। উপরন্তু, রিয়ার সুরক্ষার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। এবার সন্ধে নামতেই জানা গেল সুশান্তের টাকা নয়ছয়ের অভিযোগে ইডির তরফে তলব করা হয়েছে রিয়াকে। সবমিলিয়ে অভিনেতার প্রাক্তন প্রেমিকা যে বেশ চাপের মুখেই রয়েছেন, তা বলাই যায়।

[৪] সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন রিয়া চক্রবর্তী, অভিযোগ তুলে সম্প্রতি পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। সেই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করতে নেমে গত শুক্রবার আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছিল খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

[৫] সুশান্তের অ্যাকাউন্ট থেকে ‘সন্দেহজনক’ লেনদেনের জন্য আর্থিক কারচুপির অভিযোগ দায়ের করেছিল ইডি। এই বিষয়ে বিহার পুলিশের থেকে তথ্য চাওয়া হয়েছিল। ইডির সেই নির্দেশের পরই বিহার পুলিশের একটি দল কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বান্দ্রা শাখায় যায় সুশান্তের অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে। সেখানেই বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাওয়া যায়, যেগুলির সঙ্গে সুশান্তের কোনওরকম যোগ ছিল না বলেই দাবি করেছেন তাঁর বাবা কে কে সিং। তারপরই লিখিত অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতেই এবার আগামী শুক্রবার ইডির দপ্তরে হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে।

[৬] যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে, সেগুলো খতিয়ে দেখছে ইডি। প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের আগামী সপ্তাহে ফের জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, সূত্রের খবরে অন্তত এমনটাই জানা গিয়েছে।

[৭] প্রসঙ্গত, সুশান্তের তিনটি কোম্পানির আইনত অংশীদার রিয়া এবং তাঁর ভাই। যদিও তাঁদের কেউই এই সংস্থা খোলার সময় মূলধন বিনিয়োগ করেননি বলে জানা গিয়েছে। উপরন্তু অভিনেতার পরিবারের কাছেও নাকি এই কোম্পানিগুলো সম্পর্কে কোনও তথ্যই ছিল না! রিয়াই নাকি সুশান্তকে জোর করে এই কোম্পানিগুলো খুলিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন সুশান্ত ঘনিষ্ঠরা। উপরন্তু অভিনেতার টাকায় রিয়ার ইউরোপ ট্যুর, শপিং থেকে শুরু করে যাবতীয় অতিরিক্ত খরচও খতিয়ে দেখছে বিহার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়