শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের আমেজ পাচ্ছে না ক্রিকেটাররা

রাহুল রাজ: [২] করোনাভাইরাসের প্রকোপে এখনও সবকিছু স্থবির হয়ে আছে। বাইরে বেরোনোর অবস্থা এখনো পুরোপুরি তৈরি হয়নি। এর মাঝেই পালিত হচ্ছে ঈদুল আযহা। তবে এবারের ঈদ একেবারেই ভিন্ন। ঈদগাহে গিয়ে নামাজ পড়া, কোলাকুলি করা; এসব করার সুযোগ কম। ঈদও কাটছে ঘরবন্দি অবস্থায়।

[৩] অন্য বারের তুলনায় এবারের ঈদের আমেজ পাচ্ছে না ক্রিকেটাররা। করোনা থেকে মুক্তি পাওয়া মাশরাফি বিন মুর্তজা কোরবানি করবেন নিজ জেলা নড়াইলে৷ অন্যদিকে চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়া তামিম করবেন সেখানেই। এছাড়া তাইজুল-সাইফুদ্দিনেরও একই পরিস্থিতি।

[৪] ঈদ কাটানো নিয়ে তাইজুল বলেন,“অন্যবার যেমনটা হয়, গরুর হাট নিয়ে একটা উন্মাদনা থাকে। এবার সেই আমেজটা পাচ্ছি না। হাটে গিয়েও ভালো লাগেনি। কেমন যেন মরা, মরা একটা ভাব! সবচেয়ে বড় কথা বাচ্চাদের আনন্দে ভাটা পড়েছে, ওরা এখন যা ইচ্ছে করতে পারছে না। আসলে আমরাই করতে দিচ্ছি না। এসব দেখে খারাপ লাগে। সব কিছু আসলে সীমিত আকারেই হয়ে গেছে।”

[৫] মাহমুদউল্লাহ জানান “ঢাকাতেই ঈদ করবো। তবে ঈদ কি আগের মতো আনন্দদায়ক হবে? তবুও চেষ্টা করবো পরিবারকে সঙ্গে নিয়ে যতটা আনন্দে কাটানো যায়। ক’রোনার পাশাপাশি দেশে বন্যার অবস্থাও ভালো নয়। আসলে সত্যি কথা বলতে এভাবে ঈদ করাও কঠিন।’ তাই সবার কাছে মাহমুদউল্লাহর অনুরোধ, ‘আমরা সবাই মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ালে, কিছুটা হলেও বন্যাকবলিত মানুষরা উপকৃত হবেন।”

[৬] মুমিনুল হক বলেন, “ঈদটা ঢাকাতেই করছি। তবে ঈদের পর দিন কক্সবাজার যাচ্ছি। ওখানে বাবা মায়ের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে তারপর ফিরবো। করোনার সময়ে ঈদতো আর ঈদের মতো হয় না, বেঁচে আছি সেটাইতো অনেক বড় ব্যাপার।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়