শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে লঞ্চে দ্বিগুণ যাত্রী নিয়ে যাত্রা!

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরসহ বিভিন্ন নৌরুটে নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে বরং দ্বিগুণ যাত্রী নিয়ে যাত্রা করছে লঞ্চগুলো।

শুক্রবার (৩১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা দিক নির্দেশনা থাকলেও এসব মানা হচ্ছে না কোনো লঞ্চেই। প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করছে কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি দায়িত্বশীল কেউই।

চাঁদপুরগামী লঞ্চের যাত্রী আসাদ বলেন, লঞ্চে অতিরিক্ত ভাড়া দিয়েছি যেন নিরাপদ দূরত্ব রেখে যাত্রা করতে পারি। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ বেশি যাত্রী উঠাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা নিরুপায়, কেননা ঈদে বাড়ি তো যেতে হবে।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান খান বাদল বলেন, আমরা যাত্রী পার যদি না করি তাহলে তারা বাড়ি যাবে কী করে। যাত্রীদের কথা চিন্তা করেই হয়তো ১০/১৫ জন যাত্রী বেশি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, তাই দ্বিগুণ বা তিনগুণ যাত্রী নেইনি। তবে একটু তো চাপ যাবেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিট্রা বিভাগের সহকারী পরিচালক বাবুলাল বৈদ্য বাংলানিউজকে বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের অনেক চাপ রয়েছে ঘাটে। তার পরও সহনীয় পর্যায়ে লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছে। এত যাত্রীর চাপ বাড়ছে ঘাটে, তাদের তো যেতে দিতে হবে। এখানে পুলিশসহ প্রশাসনের লোকজন রয়েছে। সহনীয় পর্যায়েই যাত্রী নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বহন করা হলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়