ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার হালতি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে। তিনি ভিকটিমের স্বামীর বন্ধু ছিলেন এবং সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতেন।
গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে গিয়ে জুয়েল তার স্বামীকে ডাকতে থাকে। ভিকটিম জানান, তার স্বামী ভ্যান নিয়ে ভাড়ায় বাইরে আছেন। তখন সুযোগ বুঝে জুয়েল ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় আসামি জুয়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকে পলাতক থাকা জুয়েলকে গ্রেফতারে পুলিশ ও র্যাব একযোগে অভিযান চালায়। অবশেষে র্যাবের যৌথ অভিযানে নাটোরের হালতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।