হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০), সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই চার মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিএম লাইন নামক একটি পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গামাটির কাউখালী থানার মানিকছড়ি এলাকার বাত্ত্যা চাকমা (৪০), একই এলাকার দক্ক চাকমা (৪৫), সপ্না দেবী চাকমা (৩৫) ও বাদী চাকমা (৪২)।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।