শাহীন খন্দকার: [২] ডেঙ্গু সম্পর্কে ডা. আয়েশা আক্তার বললেন, চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তিরোগী তিনশত ৪৫জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীভর্তি রয়েছে ৬ জন। এছাড়া রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তিরোগী ৫ জন।
[৩] তিনি বলেন, নতুন ডেঙ্গু আক্রান্ত সারাদেশে ভর্তিরোগী ২ জন,ঢাকায় নতুন ১ জন। এদিকে রোগতত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে ডেঙ্গু সন্দেহে ১ মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।
[৪] আইইডিসিআর উক্ত মৃত্যুটি পর্যালোচনা সমাপ্ত করে নিশ্চিত করেছে মৃত্যুটি ডেঙ্গু জনিত নয়। গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে,মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান। সম্পাদনা : খালিদ আহমেদ