রহিদুল খান :[২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষায় আজ সোমবার চার জেলার ১৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
[৩] রোববার দক্ষিণ-পশ্চিমের যশোর, মাগুরা, সাতক্ষীরা ও বাগেরহাটের ১৫১টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ১৩২টিই ছিল নেগেটিভ। আজ সোমবার সকালে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
[৪] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোরের ২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি পজেটিভ ফল দেয়।
[৫] এছাড়া মাগুরার ৬৪টি নমুনা পরীক্ষা করে দশটি, সাতক্ষীরার ৩১টির মধ্যে চারটি এবং বাগেরহাটের ২৭টির মধ্যে একটি নমুনা পজেটিভ হয়।
[৬] রোববার পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেবে যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল এক হাজার ৬২২। এর মধ্যে ৮৯৭ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন ২৩ জন।