শিরোনাম
◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়ে বাকি ছিল দুটি জায়গা। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে নিজেদের ম্যাচে দারুণ জয়ে কাক্সিক্ষত সেই লক্ষ্য ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

[৩] লিগের শেষ ধাপে অপরাজেয় হয়ে ওঠা ইউনাইটেডের সামনে বাধা হতে পারেনি লেস্টার সিটিও। শেষ রাউন্ডে রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।

আর গত কয়েক রাউন্ডে বারবার পথ হারানো চেলসি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে।
[৪] লেস্টারের মাঠে ৭১তম মিনিটে স্পট কিকে সফরকারীদের এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ইউনাইটেড।

[৫] এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড। সতীর্থের ব্যাকপাস ধরে বিপদমুক্ত করতে দেরি করেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ছুটে গিয়ে বল কেড়ে নিয়ে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার লিনগার্ড।

[৬] ইউনাইটেডের মতো চেলসির সামনেও ছিল তুলনামূলক সহজ সমীকরণ-হার এড়ালেই চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত। সে লক্ষ্যে মাঠে নামা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল বিরতির আগে কয়েক মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায়।

[৭] প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে বাঁ কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ে জিরুদ। মাউন্টের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ডিফেন্ডার কোডির বাধা এড়িয়ে ফাঁকা জালে পাঠান ফরাসি স্ট্রাইকার।- বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়