শিরোনাম
◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়ে বাকি ছিল দুটি জায়গা। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে নিজেদের ম্যাচে দারুণ জয়ে কাক্সিক্ষত সেই লক্ষ্য ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

[৩] লিগের শেষ ধাপে অপরাজেয় হয়ে ওঠা ইউনাইটেডের সামনে বাধা হতে পারেনি লেস্টার সিটিও। শেষ রাউন্ডে রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল।

আর গত কয়েক রাউন্ডে বারবার পথ হারানো চেলসি ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে।
[৪] লেস্টারের মাঠে ৭১তম মিনিটে স্পট কিকে সফরকারীদের এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ইউনাইটেড।

[৫] এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড। সতীর্থের ব্যাকপাস ধরে বিপদমুক্ত করতে দেরি করেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ছুটে গিয়ে বল কেড়ে নিয়ে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার লিনগার্ড।

[৬] ইউনাইটেডের মতো চেলসির সামনেও ছিল তুলনামূলক সহজ সমীকরণ-হার এড়ালেই চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত। সে লক্ষ্যে মাঠে নামা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল বিরতির আগে কয়েক মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায়।

[৭] প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে বাঁ কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ে জিরুদ। মাউন্টের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ডিফেন্ডার কোডির বাধা এড়িয়ে ফাঁকা জালে পাঠান ফরাসি স্ট্রাইকার।- বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়