শাকিল আহমেদ: এই করোনাকালে গেল ৪দিন ধরে আমার জ্বর ; সংগে কাশিও !
এত এত রোগী সামলেছি এ কয় মাসে -- তারপরও করোনা হবার অনুভূতি মোটেই স্বস্তির না ! তবে টানা কয়েকমাস নিয়মিত অফিস করে -হাসপাতাল ঘুরে এ বিশ্বাস হয়েছিল ; যে সত্যিকার প্রটেক্ট করতে পারলে অর্থাত নাক মুখ চোখ কান সঠিক মত ঢাকতে পারলে করোনা হবে না ! ঢেকে রাখতে পারলে করোনা রোগী ঘুষি মারলেওতো করোনা হবার কথা না !
ব্যাপারটা যদিও ভয়ংকর কঠিন ! পিপিই পরেও নাক চুলকাতে ইচ্ছা করে !
পরে ভাবলাম ; সব কিছু কি আমার নিজের বিশ্বাসে চলবে ? তাছাড়া করোনাকে বিশ্বাস করাও বোকামী !
তবে খানিক আগে করোনার ফল পেলাম --নেগেটিভ ! ঘাম দিয়ে জ্বরটাও ছাড়তে শুরু করেছে ....
ফেসবুক থেকে