শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে মরদেহের ছাড়পত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ৫

মুস্তাফিজুর রহমান : [২]  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ছাড়পত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছে। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

[৩] শুক্রবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনায় আহতদের মধ্যে দুজন পথচারী রয়েছেন। আহতরা হলেন- আয়েশা মনসুর বিউটি (৩৫), মো. মনসুর (৪৫), আল আমিন (২০), আকাশ (২৫), বুলি (২২), পথচারী মো. মোস্তফা (২৮) ও জুনায়েদ পাভেল (২৫)।

[৪] জানা গেছে, মরদেহের ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের দালাল পারভেজ ওরফে নোয়াখালী পারভেজের সঙ্গে হাসপাতালের অস্থায়ী শ্রমিক পারভেজের বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের স্টাফ ও ২০নম্বর ওয়ার্ড ঢামেক ইউনিটের সভাপতি রমিজের ভাতিজা সিফাত ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেকের ভাতিজা মনিরের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার দুপুরের দিকে ঢামেকের নতুন ভবনের আবার সামনে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য বিকেল তিনটার দিকে চতুর্থ শ্রেণির সমিতি ঘরে মিটিং চলাকালে আব্দুল খালেকের লোকজন রমিজের লোকদের ওপর হামলা করে। পরে দুই গ্রুপের সংঘর্ষে জড়ায়।

[৫] হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শিপন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। এটি সমধানের জন্য শুক্রবার বিকেলে রমিজ ও আব্দুল খালেককে নিয়ে সমিতি ঘরে বসা হয়েছিল। ওই সময় সমিতির বাইরে আবারও সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মেডিকেলে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এছাড়া পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়