শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে মরদেহের ছাড়পত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ৫

মুস্তাফিজুর রহমান : [২]  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ছাড়পত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছে। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

[৩] শুক্রবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনায় আহতদের মধ্যে দুজন পথচারী রয়েছেন। আহতরা হলেন- আয়েশা মনসুর বিউটি (৩৫), মো. মনসুর (৪৫), আল আমিন (২০), আকাশ (২৫), বুলি (২২), পথচারী মো. মোস্তফা (২৮) ও জুনায়েদ পাভেল (২৫)।

[৪] জানা গেছে, মরদেহের ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের দালাল পারভেজ ওরফে নোয়াখালী পারভেজের সঙ্গে হাসপাতালের অস্থায়ী শ্রমিক পারভেজের বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে হাসপাতালের স্টাফ ও ২০নম্বর ওয়ার্ড ঢামেক ইউনিটের সভাপতি রমিজের ভাতিজা সিফাত ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেকের ভাতিজা মনিরের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার দুপুরের দিকে ঢামেকের নতুন ভবনের আবার সামনে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য বিকেল তিনটার দিকে চতুর্থ শ্রেণির সমিতি ঘরে মিটিং চলাকালে আব্দুল খালেকের লোকজন রমিজের লোকদের ওপর হামলা করে। পরে দুই গ্রুপের সংঘর্ষে জড়ায়।

[৫] হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শিপন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। এটি সমধানের জন্য শুক্রবার বিকেলে রমিজ ও আব্দুল খালেককে নিয়ে সমিতি ঘরে বসা হয়েছিল। ওই সময় সমিতির বাইরে আবারও সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মেডিকেলে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এছাড়া পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়