শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রির’ অভিযোগ নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : [২] ২০১১ বিশ্বকাপ ফাইনালটি ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা। এমন অভিযোগ ছিল তৎকালীন লঙ্কান ক্রীড়ামন্ত্রীর। গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সরকারই আদেশ দিয়েছিল ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয়। একাধারে তৎকালীন নির্বাচক অরবিন্দ ডি সিলভা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধানে ও ওপেনার উপুল থারাঙ্গাকে জেরার মুখে পড়তে হয়েছিল।

[৩] শেষ পর্যন্ত তথ্য-প্রমাণের অভাবে তদন্তের ইতি টেনে দিয়েছে শ্রীলঙ্কার পুলিশ।

[৪] সেই অভিযোগ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা জানান, “সেই সময় এটা ছিল হতাশাজনক। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী এমন এক অদ্ভুত অভিযোগ করেছেন। এর জন্য আমাদের পুলিশের কাছে যেতে হয়েছে আর এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে।”

[৫] কিন্তু পুলিশকে প্রশ্নের উত্তর দিয়ে নিজের জন্য ও অভিযোগ তুলার ক্ষেত্রে ভালো হয়েছে সাঙ্গাকারার। তিনি আরও বলেন, “সত্যিকার অর্থে এসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া খেলাটির জন্যই ভালো। তা এই উত্তরগুলো নির্বাচকেরা, মাহেলা (জয়াবর্ধনে) বা আমি যে-ই দিই না কেন।”

[৬] “এই যে তদন্ত ও জিজ্ঞাসাবাদ, এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থেই সবার জন্য গুরুত্বপূর্ণ। এতে করে খেলাটির প্রতি আমাদের শ্রদ্ধাটা কোন পর্যায়ের সেটা মানুষ বুঝতে পারবে। ক্রিকেটে সৎ মানুষের দরকার আছে।

[৭] মন থেকে কথা বলতে যারা ভয় পায় না, এমন লোকেরও দরকার ক্রিকেটে। কোনো বিষয়ে উত্তর দিতে হলে নিজেকে লুকানোর প্রয়োজন নেই।”– যোগ করেন লঙ্কান সাবেক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
-দ্যা লঙ্কান মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়