শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিবেল মনোয়ার : এখনকার তরুণ-তরুণীদের জীবনে এতো অশান্তি কেন, এতো অস্থিরতা কেন, এতো অপ্রাপ্তি কেন?

রিবেল মনোয়ার : প্রশ্ন আমি ইন্টার ফাইনাল ইয়ারের ষ্টুডেন্ট । পড়াশোনা বা অন্য কোন কিছু ভাল লাগেনা। আমার বেশিরভাগ সময় কাটে ফেসবুকে। এর থেকে বাচার উপায় কি? উত্তর: আপনি ইন্টার ফাইনাল এর ষ্টুডেন্ট । মানে আপনাকে আগামীতে বিশ^বিদ্যালয় ভর্তি হতে হবে। জীবন গড়ার এখনই উপযুক্ত সময়।

আসলে একজন শিক্ষার্থীর চাওয়া কি হওয়া উচিত? সে ফাষ্ট হবে বা স্টুডেন্টদের মধ্যে প্রথম সারিতে থাকতে হবে। এখন যদি ফেসবুক বা অন্য কোন মাধ্যমে সময় নষ্ট করে, তার প্রভাব আপনার সারা জীবনের উপর পড়বে। পড়া বাদ দিয়ে যদি আপনি অন্য কিছুর মধ্যে জড়িয়ে যান, বন্ধুত্ব করতে থাকেন অর্থাৎ যখন যে কাজ করা প্রয়োজন সেই কাজ বাদ দিয়ে আপনি যদি অন্য কিছু করেন, তাহলে আপনার জীবনে হতাশা আসবেই, আপনার জীবন ক্ষতিগ্রস্ত হবে। এখনকার তরুণ-তরুণীদের জীবনে এত অশান্তি কেন, এত অস্থিরতা কেন,এত অপ্রাপ্তি কেন? কারণ যে সময় যেটা চাওয়া উচিত যেটা বাদ দিয়ে তারা অন্য জিনিসের পেছনে ছুটে।

সবচেয়ে দুর্ভাগ্যজনক শব্দ হচ্ছে এখনকার ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হতে পারছে না। তাদের আসক্তি বা নির্ভরশীলতা জায়গা করে নিচ্ছে বন্ধু , ফেসবুক বা টুইটার। যারা এই ভার্চুয়াল ভাইরাস এ আক্রান্ত হয়েছে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। যন্ত্র তাদের মস্তিস্ককে ভোঁতা করে দিচ্ছে। প্রযুক্তি তাদের বিকাশের পথে অন্তরায় হিসেবে কাজ করছে। যে শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে আড্ডা জমিয়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পেছনে ছুটে সময় নষ্ট করছে, আর যে শিক্ষার্থী ক্লাসে প্রথম হচ্ছে, এই দুজন এর ক্যারিয়ার বা কর্মজীবনের সাফল্য কি কখন এক রকম হবে? তাই যদি সুস্থ – সুন্দর জীবন চান, তাহলে পেশাগত বা শিক্ষাগত কারণ ছাড়া কেউ ফেসবুক ব্যবহার করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়