বগুড়া প্রতিনিধি: [২] ঐ দিন সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ক্লাব খোলা রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাবের কার্যক্রম পরিচালনা করা হবে।
[৩] রোববার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়। ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন।
[৪] সভায় সদ্য প্রয়াত প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, ওয়াসিউর রহমান রতন ও মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
[৫] সভায় প্রেসক্লাব খুলে দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য ক্লাবের নির্বাহি কমিটির নেতৃবৃন্দ সহ ক্লাব সদস্যরা ও সাংবাদিকবৃন্দ করোনা আক্রান্ত হওয়ায় এবং সংক্রমণের আশংকায় ইতিপূর্বে ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকরা সবাই সুস্থ্য রয়েছেন।