শরীফ শাওন : [২] বিজিএমইএ জানায়, পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠক শেষে গৃহিত সিদ্ধান্ত জানানো হবে।
[৩] বিকেএমইএ সহ-সভাপতি হাতেম রেজা বলেন, শ্রমমন্ত্রণালয়ে বৈঠকের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আগের সকল আলোচনার সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে শ্রমিকদের রোশানলে পড়তে হয়েছে। মন্ত্রণালয় নয় বরং নিজ নিজ কারখানার মালিক-শ্রমিকদের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে। এ বিষয়ে সংগঠন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
[৫] তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুরে অপর একটি বৈঠকে আগের মতো তিন মাসের সহজ শর্তে ঋণ পেতে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বা সচিবের সঙ্গে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই।
[৬] তিনি আরও বলেন, বর্তমানে যে কার্যাদেশ আছে তাতে অনেক মালিক বেতন দিতে হিমশিম খাবে। ঈদের আগে বেতন দেওয়ার বিধান নেই। সামর্থ থাকলে মজুরি পরিশোধের অনুরোধ করা হয়েছে।