শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মুক্তির সনদ দিয়ে টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমন করা যাবে

লাইজুল ইসলাম : [২] টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী, শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর টিকে ৭১৩ ফ্লাইটটি সকাল ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে।

[৩] তিনি আরো বলেন, শুক্রবার আমরা আবার ফ্লাইট শুরু করছি। এই রুটে থাকছে ৩০০ আসনের বোয়িং-৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। যাত্রীদের বড় উড়োজাহাজ ব্যবহার করে পর্যায়ক্রমে গন্তব্যে পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

[৪] এজাজ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-ইস্তাম্বুল রুটে আবারও ফ্লাইট শুরু করছি। আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমানটি। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনামুক্তির সনদ লাগবে যাত্রীদের।

[৫] কাদরী বলেন, যাত্রীরে কোনো প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে এবং info@aeromate.com.bd  ঠিকানায় ই-মেইল করতে পারবেন।

[৬] ৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট সাময়িক বাতিল করে টার্কিশ এয়ারলাইনস। জানা গেছে, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। কিন্তু তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পুনর্বিবেচনায় যাত্রী পরিবহনে সাময়িক বিরতির নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে ৩-১৬ জুলাই ফ্লাইট বন্ধ থাকে। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী ফ্লইটগুলোয় তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করবে টার্কিশ এয়ারলাইনস ঢাকা অফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়