শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানীর জন্য প্রস্তুত হচ্ছে রাজবাড়ীর কালা পাহাড় !

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] গায়ের রঙ কালো, দেখতে পাহাড়ের মতো। তাই গৃহকর্তা শখ করে নাম রেখেছেন ‘কালা পাহাড়’। জন্মের পর ১৪ মাসে প্রায় ৪ টন দুধ পান করেছে কালা পাহাড়।

[৩] এটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের কাছেদ আলী খানের গরুর খামারের ১৫শত কেজি ওজনের একটি ষাঁড়ের নাম। কোনো প্রকার কৃত্রিম খাদ্য ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টিকে সযত্নে লালন-পালন করে বড় করেছেন কৃষক কাছেদ আলী খান। আসন্ন কোরবানীর ঈদে ন্যায্য মূল্য পেলে ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ষাঁড়টিকে একনজর দেখতে আসে। তারা ষাঁড়টিকে দেখে খুশী হয়ে এর প্রশংসা করেন।

[৪] কালা পাহাড়ের মালিক কাছেদ আলী খান বলেন, ‘২০১৫ সালে খামারের পালের গাভীর গর্ভে জন্ম নেয় শংকর প্রজাতির এই ষাঁড়টি। মা গাভীটির দুধ খুব পাতলা হওয়ায় সেই দুধ কিনেতা চাইতো না কেউ। ফলে গাভীটির পুরো দুধই পান করতে দিতাম বাছুরটিকে। প্রতিদিন প্রায় ২৫ লিটার দুধ পান করতো বাছুরটি। এভাবে মায়ের সব দুধ পান করে এক বছরের মাথায় বিশালে কালো পাহাড়ে পরিণত হয় বাছুরটি’।

[৫]‘কালা পাহাড়’ এর ব্যাপারে রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. ফজলুল হক সরদার বলেন, খামারী কাছেদ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই ষাঁড়টিকে এতো বড় করেছে। বর্তমানে ষাঁড়টি রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে বড় গরু। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়