শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উনি আসলে আমিও ফিরবো: উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক : [২] উনি আসলে আমিও ফিরবো বলেন উসাইন বোল্ট! স্প্রিন্ট ট্রাকে ঝড় তোলা পেটা পেশির, দীর্ঘকায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী একজন অ্যাথলেট। প্রাণপ্রিয় ট্রাককে বিদায় বলেছেন সবশেষ অলিম্পিক আসরে, তবে উনি বলতে বোল্টের গুরু গেøন মিলস চাইলে অবসর ভেঙে আবারো গুরু-শিষ্যের রসায়ন জমিয়ে তুলতে প্রস্তুত বলে জানান এই জামাইকান বিদ্যুৎ।

[৩] দিনে দিনে করোনা অতিমারি জাল বিস্তার করেই চলেছে, এমতাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে দুনিয়া জুড়ে চলছে ‘লকডাউন’। ফলশ্রæতিতে ঝিমিয়ে পড়েছে ক্রীড়াজগত, পিছিয়ে নেওয়া হচ্ছে সকল স্পোর্টিং ইভেন্ট। এর পরিপেক্ষিতে টোকিও অলিম্পিকের অপেক্ষা বেড়েছে আরো এক বছর। তবে, একপ্রকার পানসে হয়ে যাওয়া ক্রীড়াঙ্গনে খানিকটা হলেও রসের যোগান দিয়েছে বোল্টের প্রত্যাবর্তনের অনাকাঙ্ক্ষিত খবরটি।

[৪] প্রবাদে আছে, “কারো পৌষ মাস, কারো সর্বনাশ”। আটবারের অলিম্পিক জয়ী এই স্পিন্টারের ফেরার খবরে যেমন খুশির রোল পড়েছে তার ভক্তমহলে তেমনি বিনিদ্র রজনীর সাথে সখ্যতা গড়ার প্রস্তুতি নিচ্ছেন আসন্ন অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা। বোল্ট ফিরলে যে সোনা জয়ের আশা ছেড়েই দিতে হবে, লড়তে হবে শুধুমাত্র রৌপ্য আর ব্রোঞ্জের তরে। তাই শুধু কি সর্বনাশ, অতিপ্রাকৃত কিছু না ঘটলে একেবারে সাড়ে সর্বনাশ অপেক্ষা করছে আগামীর তারকাদের জন্য একথা বলাই বাহুল্য বটে!

[৫] তবে, চাইলেই কি সব হয়? কিংবদন্তির ফেরাটা যে পেন্ডুলামের মতো ঝুলছে তাঁর পূজ্য প্রশিক্ষক মিলসের সিদ্ধান্তের উপরে। ব্যক্তিগত জীবনে নিশ্চই ছাত্র পুরোদস্তুর চেষ্টা চালাচ্ছেন তাঁর শিক্ষককে পটাতে, কিন্তু জনসম্মুখে তো প্রাইভেসি বলে একটা চার বর্ণের শব্দের কাছে আমাদের সকলের হাত-পা [৬] শিকলে আটকে থাকে। তাই, সবটা সামনে না আনাই শ্রেয়, তবে কথার ঢঙে মূল বিষয় বস্তু অবলোকন করতে ত্রিকালদর্শী হওয়া আবশ্যক নয় ঠোঁটের কোণের এক চিলতে হাসিতেই তা অবশ্য স্পষ্টত!

[৬] স¤প্রতি এক সাক্ষাৎকারে বোল্ট অকপটে স্বীকার করলেন, তিনি ফিরতে পারেন, একমাত্র যদি তাঁর কোচ এসে তাঁকে ফেরার আদেশ দেন। অর্থাৎ, কোচ চাইলে পুনরায় গতির দুনিয়ায় ফিরে আসবেন বোল্ট।

[৭] তাঁর কথায়, “যদি আমার কোচ ফিরে আসেন এবং আমাকে বলেন যে, চলো আবার শুরু করি, তখন আমি অবশ্যই ফিরব কারণ, আমি কোচকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। কোচের প্রতি আমার অগাধ আস্থা। সুতরাং, আমি জানি যে, যদি কোচ বলেন আমরা এটা করতে চলেছি, তবে আমার বিশ্বাস সেটা সম্ভব। তাই গেøনকে বলে দেখুন,আমি হাজির হয়ে যাব।” - ভ্যারাইটি ম্যাগাজিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়