শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন পেয়ে হাওরে বেড়াতে গিয়ে আটকে পড়া ১২ শিক্ষার্থী উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা সার্ভিসের পরির্দশক আনোয়ার সাত্তার বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ৯৯৯ এ একজন ফোন করে জানান, তিনিসহ দশজন কিশোরগঞ্জের একটি হাওরে ট্রলার বিকল হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের ট্রলারটি দিক্বিদিক ভাসছিল। তিনি তাদের উদ্ধারের জন্য অনুরোধ জানান।

[৩] ৯৯৯ থেকে তাৎক্ষণিক কলারের সঙ্গে কিশোরগঞ্জ জেলা পুলিশের সদর দপ্তরের এএসপি, মিঠামইন থানার ওসি ও চামটাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কথা বলিয়ে দেয়। ওই সময় চামটাঘাট ফাঁড়ির একটি নৌ টহল দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। কিন্তু শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করতে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় পুলিশের দলটিকে বেশ বেগ পেতে হয়েছিলো। প্রায় একঘণ্টা খোঁজাখুঁজি পর অবস্থান চিহ্নিত করে শিক্ষার্থীদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয় নৌ পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা ৯৯৯ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

[৪] আনোয়ার সাত্তার জানান, শিক্ষার্থীদের বয়স ২০ থেকে ২২ বছর। তারা ঢাকার সাভারের অধিবাসী এবং বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাওরে বেড়ানোর উদ্দেশ্য তারা ৫টি মোটর বাইকে সাভার থেকে রওনা দিয়ে দুপুরে কিশোরগঞ্জে পৌঁছান। মিঠামইনের বালিখোলা ঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে তাতে বাইক সহ উঠে পড়েন। আশপাশের বিভিন্ন হাওরে ঘুরে বেড়িয়ে বালিখোলা ঘাটে ফেরার পথে ঘাট থেকে ৭/৮ কি.মি. দূরে করিমগঞ্জের নাওগাং হাওরে তাদের ট্রলারের প্রপেলারের পাখা ভেঙ্গে যায়। তখন আবহাওয়া ছিলো দুর্যোগপূর্ণ, ঝড়ো হাওয়া বইছিল। ঢেউয়ের তোড়ে তাদের বিকল ট্রলারটি হাওরে দিক্বিদিক ভাসছিল। ট্রলারের মাঝি তার পরিচিত জনদের কাছে ফোনে সাহায্য চাইলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ সাহায্য করার জন্য আসতে রাজী হয়নি। দূরবর্তী কিছু মাছ ধরার নৌকার দৃষ্টি আকর্ষে চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। তখন তুষার নামের এক শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়