লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমান যাত্রীদের নিয়ে অবতরণ করে। যাত্রীদের নামিয়ে আদালা করে রাখা হয়। ফ্লাইটটি আলোচিত হওয়ায় সবাই শতর্ক ছিলো।
[৩] স্বাস্থ্য কেন্দ্রের সহযোগি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, রাতে যারা এসেছেন তাদের সবাইকে স্ক্রীনিং করা হয়েছে। এরপর তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে। ইতালী থেকে আসা এসব বাংলাদেশী যাত্রীদের মধ্যে ৪ জন বাচ্চাও ছিলো।
[৪] জানাগেছে, ইতালী থেকে দোহা হয়েছে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ নাম্বার ফ্লাইটের মোট যাত্রী ছিলো ৩৭৭ জন। বাচ্চা ছিলো ৪ জন। এদের মধ্যে ২৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি ১৪৭ জন ও ৪ বাচ্চাসহ ১৫১ জনকে পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
[৫] সূত্র আরো বলছে, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এই যাত্রীদের নিয়ে কাজ করবে সেনাবাহিনী।