বাবুল খাঁন : [২] বান্দরবান শহরের প্রবেশ মুখ রেইচা চেকপোস্ট থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
[৩] বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক রাত ৮টা ৩০মোটরসাইকেল যোগে জেলা সদরে আসার পথে, কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তাঁদের তল্লাশি চালা। এসময় দুইজনের কাছ থেকে ৪৮ পিছ ইয়াব ও ১টি মোটরসাইকেলসহ আটক করে তাদের।
[৪] আটককৃতরা হলেন- মোঃ সাইফুল ইসলাম (২০) পিতা- ইদ্রিচ আলী ও মোঃ ফয়সাল (২১) পিতা- মোঃ নাহিদ হোসেন দুজনের বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা।
[৫] পরে তাদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানা পুলিশ বলে, মামলারুজু প্রতিক্রিয়াদিন। সম্পাদনা : হ্যাপি