ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলা শহরের গাজুরা গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসব ঔষধ উদ্ধার করা হয়।
[৩] তিনি জানান, জেলা শহরের খাজুরা গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে ব্যাগ ভর্তি সরকারী ঔষধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে তিনি নিজে একদল পুলিশসহ ঘটনাস্থলে যান এবং বিক্রয় নিষিদ্ধ এ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানীর (ইডিসিএল) প্রস্তত করা ইনজেকশন,ট্যাবলেটসহ জীবন রক্ষাকারী বিপুল পরিমান ঔষধ উদ্ধার করেন। যার অনুমানিক মুল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।ওসি আরো জানান, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সরকারি ভাবে সরবরাহ করা ওই সব ঔষধ পাচারের সাথে জড়িতদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য গোপন অভিযান পারিচালনা করা হচ্ছে।
[৪] উল্লেখ্য চলতি মাসের ৫ তারিখে জেলা শহরের চাকলাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মুল্যের সরকারি ঔষধ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় গ্রেফতার করা হয় শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক সীমা বিশ্বাসের স্বামী দিপক বিশ্বাসকে। ধারনা করা হচ্ছে র্যাবের ওই অভিযানের পরে রাতের আধারে ঔষধগুলো নদীর পাড়ে ফেলে দেয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ