ইসমাঈল আযহার: [২] গতকাল রোববার জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের জোর-জবরদস্তি ও অচলাবস্থার ১১ মাস পূর্ণ হয়েছে। কাশ্মীরি গণমাধ্যমের বরাত দিয়ে এখবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডেইলি জাং।
[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মাসে ভারতীয় সেনারা ৯৩৫ টি বাড়ি ধ্বংস করেছে।
[৪] কেএমএস জানিয়েছে, এই ১১ মাসে ভারতীয় সেনাদের গুলিতে আহত হয়েছেন ১ হাজার ৩২৬ কাশ্মীরি বাসিন্দা। সংস্থাটি আরও জানায়, ভারতীয় সেনারা এই সময়ে ৭৭ নারীর ইজ্জত হরণ করেছে।