শিরোনাম
◈ বাংলাদেশিরা সব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে : প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ফের জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার  ◈ স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করলে কী হবে? ◈ উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে, জনগণ জানতে চায়: রুহুল কবির রিজভী ◈ শার্শায় ভ্যান চালক হত্যার প্রধান আসামী লিটন বিএনপি কর্মী ◈ দলকে বিশ্বকাপে তুলতে না পেরে চাকরি ছাড়লেন ইন্দোনেশিয়া কোচ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ানডে দল ঘোষনা, অভিষেকের অপেক্ষায় অঙ্কন ◈ জুলাই আন্দোলনে কেউ ‘মাস্টারমাইন্ড’ ছিল না: আসিফ মাহমুদ ◈ ভোট নিয়ে কোনো আপস নয়: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতদের লাশ দাফন করতেন: সেই ছাত্রলীগ নেতা নিজেই করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি : [২] করোনায় মৃত লাশ যখন উঠানে পড়ে থাকতো, সেই লাশ কাঁদে তুলে নিয়েছেন। এভাবে ১৪ জনের কাফন দাফনের ব্যবস্থা করেছেন। হাসপাতালের পরিচ্ছন্নকর্মী করোনা আক্রান্ত, হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। দুঃস্থ মানুষকে খাবার পৌঁছাতে গড়েছেন ‘হ্যালো ছাত্রলীগ’ টিম, করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল টিম, কৃষকের ধান কেটেছেন, করোনা রোগীদের জন্য করেছেন 'ব্লাড ব্যাংক'।

[৩] এছাড়া দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতির লাশ দাফন করে মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকসহ তার টিম।

[৪] এবার তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার রিপোর্ট পজিটিভ আসে।

[৫] সূত্র জানায়, গত মঙ্গলবার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীর করোনা পজিটিভ হওয়ায় পুরো কমপ্লেক্স পরিস্কার করেন আবু কাউছার অনিকসহ তার সহকর্মীরা। তারপর থেকেই অসুস্থতা বোধ করেন তিনি।

[৬] আবু কাউছার অনিক বলেন, করোনা পজিটিভ হওয়ায় তেমন কষ্ট পাচ্ছি না। কষ্ট লাগছে এখন কিছুদিন মানুষের পাশে দাঁড়াতে পারবো না। মানবিক কাজগুলো যেন থেমে না থাকে, সেই নির্দেশনা দিয়েছি নেতাকর্মীদের।

[৭] তিনি জানান, তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। দোয়া চেয়েছেন সবার কাছে, যেন করোনা জয় করে আবার ফিরতে পারেন।

[৮] দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবির জানান, আবু কাউছার অনিকের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়